তানজিল হাসান সাগর : হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সর্বত্র আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনরাত প্রতিটি ইউনিয়ন ও পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা । ইউনিয়নে বীট পুলিশিং এর মাধ্যমে এই কাজ করে যাচ্চেন তারা। করোনা কালীন সময়ে দুই উপজেলার মানুষ যখন দুর্ভোগে তথন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নেতৃত্বে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত সকল পুলিশ সদস্য ।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম দৈনিক আমার হবিগঞ্জকে জানান, পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে দুই উপজেলার থানা পুলিশ।বিভিন্ন স্থানে লক ডাউন কার্যকর করণ, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, করোনা রুগীদের হোম কোয়ারান্টাইন বা হসপিটালে প্রেরণের বিষয়, ত্রাণ বিতরণ সহ নানাবিধ কাজে উপজেলার সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করছেন। ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। এর পাশাপাশি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা বদ্ধ পরিকর। এখানেও আমাদের সহযোগিতা করছেন তারা ।
বানিয়াচং ও আজমিরিগঞ্জ থানার চৌকস অফিসারগণের নেতৃত্বে গত ০১/০৬/২০২০ইং থেকে বর্তমান পর্যন্ত ১২ জন চোর, ০৫ জন ডাকাত গ্রেফতার হয়েছে, মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনের সাজা বা জরিমানা হয়েছে, মাদক মামলা হয়েছে, জুয়ার বোর্ড ভাঙা হয়েছে, ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হয়েছে। তাছাড়া বিশেষ অভিযানের মাধ্যমে একজন ভিকটিম কে মৃত্যুর হাত থেকে উদ্ধার করা হয়েছে। অতিরক্তি পুলিশ সুপার শেখ মো: সেলিম আরো জানান,এই মহামারির সময়েও আমরা বিভিন্ন ভাবে জনগনের কাছাকাছি থাকার চেষ্টা করে যাচ্ছি।
সর্বমহলের মানুষ আমাদের সাথে সমান মনোভাব প্রকাশ করেছেন। মাননীয় আইজিপি স্যার, ডিআইজি স্যার, অতিরিক্ত ডিআইজি স্যার ও পুলিশ সুপার স্যার এর নির্দেশনায় আমরা প্রতিটি ইউনিয়নে আমাদের সম্প্রসারিত বীট পুলিশিং এর কার্যক্রম চলছে। উপজেলাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, নানাবিধ সামাজিক সকল সমস্যা আমাদের কে জানান, আইনগতভাবে আমরা আামাদের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।
তবে একটা বিষয় সুনিশ্চিত, তথ্য দাতার নাম ঠিকানা গোপন রাখা হবে বরাবরের মতোই। সম্মানিত জনসাধারণ, রাজনৈতিক ব্যাক্তিত্ব, ব্যবসায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সর্দার, ধর্মীয় নেতারা, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ সহ সমাজের সকল স্তরের লোকজন আমাদের যে ভাবে সহযোগিতা করছেন সে জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা রাখছি সামনের দিনগুলোতেও তাদের সহযোগিতার হাত আরো বাড়িয়ে দিবেন তাতে করে আমরা কাজে আরো আগ্রহ পাবো গতিও বাড়বে।
এই অপরুপ ভাটি অঞ্চলকে মাদক, সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা, নারী নির্যাতন ও হত্যাসহ সকল ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে দুই উপজেলাবাসীকে সবসময় পুলিশের পাশে থাকার জন্য আহবান জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো: সেলিম।