এম এ রাজা : করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বাদ পড়নি বাংলাদেশও দিকে দিকে মৃত্যুর মিছিল আতঙ্ক ও সঙ্কটে আছেন বহু মানুষ সামনে অনিশ্চিত জীবন। এই পরিস্থিতিতে মধ্যবিত্ত বেশির ভাগ মানুষই খাদ্য সংকটে ভুগছেন। এমন অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ২ নং আদর্শ রিচি ইউনিয়ন ও হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াস।
শনিবার (২৩ শে মে) রিচি ইউনিয়ন পরিষদের সামনে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পারিবারিক উদ্যোগে রিচি ইউনিয়নের দুইশো পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেন। ইতিপূর্বে আরো তিন শত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছেন এবং তিনি আগামীতে আরও আটশো পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করবেন।