দি রোজেস কালেক্টরেট স্কুলের দলিল হস্তান্তর করলেন জেলা প্রশাসক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 4 August 2022
আজকের সর্বশেষ সবখবর

দি রোজেস কালেক্টরেট স্কুলের দলিল হস্তান্তর করলেন জেলা প্রশাসক

এম এ রাজা
August 4, 2022 8:06 pm
Link Copied!

হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দি রোজেস কালেক্টরেট স্কুলের অধ্যক্ষের হাতে বিশ্ববিদ্যালয়ের জমির দলিল হস্তান্তর করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

বৃহস্পতিবার (৪আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় স্কুলের অধ্যক্ষের হাতে বিদ্যালয়ের জমির দলিল আনুষ্ঠানিক ভাবে তুলে দেন তিনি।

দি রোজেস কালেক্টরেট স্কুল, হবিগঞ্জ এর জন্য এটি একটি ঐতিহাসিক মুহুর্ত। ১৯৭৭ সালে স্থাপিত হলেও এতদিন বিদ্যালয়ের নামে জমির বন্দোবস্ত ছিল না। জেলা প্রশাসনের ঐকান্তিক চেষ্টায় এটি বাস্তবায়িত হয়েছে।

দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা শিক্ষা অফিসার, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ), সাবরেজিস্ট্রার,বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী প্রমুখ।