ভারতের দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
বুধবার (২২মার্চ) সকালে মিলাদ গাজী এমপি এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ হাইকমিশনারকে বাংলাদেশ থেকে ভারতে আসা ক্যান্সার, লিভার, কিডনিসহ দুরারোগ্য রোগীদের জন্য চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা ও সাহায্য সহযোগিতা করার জন্য আহবান জানান।
এসময় নয়াদিল্লী বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলেটের সিইও কাওসার আহমদ আব্দুস, গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি’র এপিএস যীশু আচার্য্য উপস্থিত ছিলেন।