লাখাইয়ে দায়িত্ব পালনে অবহেলা করায় স্বাস্থ্য সহকারি রাসেল কে বদলি করা হয়েছে। গত ১৯ অক্টোবর আমার হবিগঞ্জ পত্রিকায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুরু হয় স্বাস্থ্য সহকারি রাসেল মিয়ার বিরুদ্ধে তদন্ত।
তদন্ত শেষে রাসেল এর সরকারি কাজে দায়িত্ব পালনে অবহেলা প্রমানিত হওয়ায় তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বানিয়াচং উপজেলায় বদলীর আদেশ দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীন স্থানীয় বুল্লা বাজারে শান্তুি ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা সময়ে স্বাস্থ্য সহকারি রাসেল মিয়া ব্যবসা করছেন এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ার অপরাধে জরিমানা করা হয়।
এ ব্যপারে লাখাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পঃপঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, স্বাস্থ্য সহকারি রাসেল মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত কামিটি সত্যতা পাওয়ায় তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।
এ ব্যপারে হবিগঞ্জ সিভিল সার্জন ডাক্তার নুরুল হক এর সাথে আলাপ কালে তিনি জানান মোবাইল কোর্ট পরিচালনা কালে হাতে নাতে তার দায়িত্ব পালনে অবহেলার বিষটি তদন্তে প্রমানিত হওয়ায় তাকে শাস্তি হিসেবে মঙ্গলবার (১৪ নভেম্বর) তারিখে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলীর আদেশ প্রদান করেন।