দারিদ্র বিমোচনে যাকাত ব্যবস্থার বিকল্প নাই-মোতাচ্ছিরুল ইসলাম - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 2 April 2023
আজকের সর্বশেষ সবখবর

দারিদ্র বিমোচনে যাকাত ব্যবস্থার বিকল্প নাই-মোতাচ্ছিরুল ইসলাম

Link Copied!

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান,হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই (হবিগঞ্জ-৩) আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, ইসলামে যাকাত ফরজ করা হয়েছে। দারিদ্র বিমোচন ও মানব কল্যাণে যাকাতের ভূমিকা অনস্বীকার্য। ধনীরা যদি সঠিক হিসাবে ও স্বচ্ছভাবে গরিবদের মাঝে যাকাত প্রদান করে তাহলে গরিব মানুষের ভাগ্য বদল হবে।

তিনি রবিবার (২এপ্রিল) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদে দারিদ্র বিমোচন যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে যাকাত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মোতাচ্ছিরুল ইসলাম আরো বলেন, সমাজে কোন গরীব মানুষ থাকবে না। এভাবে যাকাতের টাকায় গরিবদের স্বাবলম্বী করার উদ্যোগ নিলে খুব অল্প সময়েই দেশ দারিদ্র্যমুক্ত হবে। যাকাতের উদ্দেশ্য মানুষকে স্বাবলম্বী করা,পরমুখাপেক্ষী করা নয়।

যাকাতের মাধ্যমে উপার্জিত সম্পত্তি পবিত্র করার পাশাপাশি গরীবের প্রতি হক আদায়সহ দারিদ্র বিমোচন করা যায়। যাকাতের মাধ্যমে সমাজের বৈষম্য দূর করা সম্ভব।

সেমিনারে মোতাচ্ছিরুল ইসলাম তার নিজের হাতের যাকাতের টাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে যাকাত প্রদান উদ্বোধন করেন। পাশাপাশি বিত্তশালীদের যাকাত তহবিলে যাকাত দিয়ে অসহায়দের পাশে থাকার আহবান জানান তিনি।