দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার হলেন সৈয়দ মো: শাহজাহান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 23 May 2024

দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার হলেন সৈয়দ মো: শাহজাহান

Link Copied!

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহনের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মো: শাহজাহানকে।

বুধবার (২২মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নির্দেশনা দেয়া হয়। বহিষ্কারের অনুলিপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন,সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন,হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোসা: শাম্মী আক্তার ও ১ম যুগ্ম আহবায়ক জিকে গউসকে প্রেরণ করা হয়েছে।

আগামী মাসের ৫জুন অনুষ্ঠিতব্য মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন সৈয়দ মো: শাহজাহান। প্রসঙ্গত, এই নিয়ে চার ধাপের উপজেলা নির্বাচনে দল থেকে ২১৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি। এর মধ্যে প্রথম ধাপে ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জন, তৃতীয় ধাপে ৫৫ জন এবং চতুর্থ ধাপে ১৩ জন নেতা রয়েছেন। এসব নেতাদের দলের গঠনতন্ত্র মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায় থেকে বহিষ্কার করেছে বিএনপি।

ছবি : একান্ত আলাপচারিতায় এমপি জাহির ও সৈয়দ শাহজাহান : ছবিটি বিগত জেলা পরিষদ নির্বাচনের পূর্বের।

এদিকে বিগত জেলা পরিষদের নির্বাচনে পূর্বে হবিগঞ্জ-৩ আসনের এমপি আবু জাহির তার স্ত্রীকে জেলা পরিষদের মসনদে বসাবার জন্য নির্বাচনের পূর্বে বেশ কয়েকবার জেলা পরিষদ নির্বাচন নিয়ে হবিগঞ্জের মাধবপুরের কলঙ্ক যুদ্ধাপরাধী মৃত্যুদন্ডাদশ প্রাপ্ত কাউসারের ভাই মাধবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান ও জেলা বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি ফয়সলের সঙ্গে এক টেবিলে এক মঞ্চে বসে সলা-পরামর্শ করেছেন। সেটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে জেলাজুড়ে শুরু হয়েছিল আলোচনা-সমালোচনা।

আগামী মাধবপুর উপজেলা পরিষদর নির্বাচনে যুদ্ধাপরাধী পরিবারের সন্তান সৈয়দ শাহজাহানকে সমর্থন ও সায়হাম পরিবারকে প্রশাসনিক শেল্টার দেয়ার নিশ্চয়তা ও প্রদান করা হয়েছে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। সৈয়দ শাহজাহানের কানাকানির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হওয়ায় দলীয় পর্যায়ে এটার ও প্রভাব পড়েছে বলে জানা গেছে। খোদ জেলা পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তখন শুরু হয় কানাঘুষা ।।।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়