দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইতে সাংগঠনিক সফরে সিলেট আসছেন সাখাওয়াত হোসেন শফিক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 19 December 2020
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইতে সাংগঠনিক সফরে সিলেট আসছেন সাখাওয়াত হোসেন শফিক

অনলাইন এডিটর
December 19, 2020 10:59 pm
Link Copied!

ছবি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক।

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ৩টি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে জনসংযোগ ও জনসভায় অংশ নিতে ৩ দিনের সাংগঠনিক সফরে সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক।

তিনি আগামী ২১ শে ডিসেম্বর বিমানযোগে সিলেট এসে পৌঁছাবেন।

পরবর্তীতে একইদিনে সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায়, ২২ শে ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবং ২৩ শে ডিসেম্বর মৌলভীবাজার জেলা বড়লেখা পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে জনসংযোগ ও জনসভায় অংশ নিবেন।