মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শেখ রাজিব নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গত রোববার (২৯ডিসেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ৮টায় একদল সন্ত্রাসী তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। নিহত শেখ রাজিবের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামে। তার বাবার নাম মৃত ফজলুল হক।রাজিবের চাচাতো ভাই শাহজাহান পুর ইউপি যুবলীগের সভাপতি শেখ দুলাল জানান, প্রায় ৮ বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান শেখ রাজিব। সাউথ আফ্রিকায় তার দুই ফুফাত ভাই থাকতো। প্রথমে তাদের মাধ্যমে সেখানে গিয়ে কাজ করতেন রাজিব।
গত ৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ইস্ট লন্ডন মহিষ শহরের রেডিসে নিজেই একটি মুদি দোকান দেন তিনি। নিহত রাজিবের বড় ভাই শেখ লিটন বলেন, ‘অনেক কষ্ট করে আমরা রাজিবকে বিদেশে পাঠাই। সে আফ্রিকায় যাবার পর আমাদের পরিবারে স্বচ্ছলতা ফিরে আসে। তার মৃত্যুতে আমাদের স্বপ্নগুলো শেষ হয়ে গেল। আমরা বাংলাদেশ দূতাবাসের সহযোগীতায় তার লাশ দেশে আনতে চাই। এ জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করি।