সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ আজ (রবিবার) থেকে শাহজীবাজার সুতাং এ হযরত সৈয়দ ফুলশাহ (রঃ) এর তিনদিন ব্যাপী ওরস শুরু হবে। জানা যায়, আনুমানিক প্রায় ৩৫০ বছর যাবত এ ওরস পালিত হচ্ছে। প্রতিবছর বাংলা সনের পৌষ মাসের ২২ তারিখ হযরত ফুলশাহ (র) এর মাজার প্রাংগনে ওরস পালন করা হয়।আজ দিবাগত রাত থেকে শুরু হয়ে জানুয়ারির ৭ তারিখ দিবাগত রাতে আখেরী মোনাজাতের মাধ্যমে ওরস সম্পন্ন হবে।
পবিত্র ওরস উপলক্ষে মাজারে ব্যাপক সাজগোজ করা হয়েছে, বসেছে শত শত বাচ্ছাদের খেলনার দোকান, নাগরদোলা,মিষ্টির দোকান সহ হরেক রকমের দোকানপাট। ওরস উপলক্ষে শাহজীবাজার সুতাং এর হাটের দোকান মেলায়ই অনুষ্ঠিত হয়ে থাকে। দেশের নানা প্রান্ত থেকে আগত ভক্ত আশেকানে ওরস প্রাণবন্ত হয়ে থাকে।অত্র মেলার আয়োজক কমিটির সদস্য সৈয়দ আতাউর রহমান সুমন জানান,পবিত্র ওরস উপলক্ষে দুরদুরান্ত হতে আগত ভক্ত আশেকানের জন্য আমাদের থাকা খাওয়ার সুব্যবস্থাদি রয়েছে।
তিনি আরো জানান,ওরস চলাকালীন সময়ে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সর্বক্ষন নজরদারি থাকবে।