থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 December 2023
আজকের সর্বশেষ সবখবর

থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

এম এ রাজা
December 20, 2023 7:42 pm
Link Copied!

“খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইনশৃংখলা নিয়ন্ত্রন বিষয়ক মতবিনিময় করেছে হবিগঞ্জ পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দদের উপস্থিতিতে শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেনের সভাপতিত্বে আয়োজিত মধ্যবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জগণ ।

আসন্ন থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা করা হয় আয়োজিত মত বিনিময় সভায়।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাসিবুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), মোঃ শামসুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান,সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী।