তাপস হোম : দৈনিক আমার হবিগঞ্জ একটি ব্র্যান্ড।হবিগঞ্জের অনিয়ম-দুর্নীতি,অনাচারের বিরুদ্ধে আপোষহীন একটি নাম।একদিনে সৃষ্টি হয়নি দৈনিক আমার হবিগঞ্জ। এর সৃষ্টি ই একটা ইতিহাস। যার দরুন এর শিকড় আজ পুর্ণ বিস্তৃত।সুষ্ঠু ব্যবস্হাপনা আর একঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিরলস প্রচেষ্টার ফসল আমার হবিগঞ্জ।বর্তমানে পত্রিকাটি পাঠকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। জনমনে সর্বাধিক প্রভাব বিস্তার কারী পত্রিকা এটি। ধীরে ধীরে হয়ে উঠেছে অসহায় নিপিড়ীত মানুষের ভরসাস্থল।গত ১লা বৈশাখ পত্রিকাটি ১ বছর পুর্ন করেছে অনেক বিপদশঙ্কুল পথ পাড়ি দিয়ে।
বর্তমানে দৈনিক আমার হবিগঞ্জ একটি বিপ্লবের নাম।অথচ কিছু ঘৃন্য মনোভাবাপন্ন মুখোশধারী মানুষের রোষানলে পরে আমার হবিগঞ্জ।যার ফলশ্রুতিতে গত রবিবার ১৯ এপ্রিল মুখোশধারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে হবিগঞ্জের ইতিহাসে ঘটে এক ন্যাক্কারজনক ঘটনা। পুলিশের উপস্থিতিতেই চলে পত্রিকা অফিসে হামলা ও নীরিহ হিন্দু বাড়ীঘরে চালানো হয় ভাংচুর ও লুটপাট। যাতে হতভম্ব ও চাপা ভয়ে বিহ্বল হয়ে হয়ে উঠে সংখ্যালগু সম্প্রদায়ের মানুষ সহ নীরিহ জনগন।সারা দেশজুড়ে ফলাও করে জাতীয় মিডিয়াগুলোতে প্রকাশিত হয় এই ন্যাক্কারজনক ঘটনা। অবশেষে মামলা হয় কিন্তু অদৃশ্য কারনে গ্রেফতার হয়নি একজন অপরাধীও।ফলে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে অপরাধীরা। এখানেই শেষ নয়।
দুষ্কৃতকারীরা মেতে উঠে ঘৃন্য ষড়যন্ত্রে।কৃত অপরাধ ধামাচাপা দিতে ও পত্রিকা বন্ধের জন্য শুরু করে নানা চতুরতা। উল্টো আমার হবিগঞ্জ এর সাংবাদিকদের আসামি করে মামলা দায়ের করে। ভয়ে চুপসে না গিয়ে প্রতিবাদমুখর হওয়ায় ভীত কেঁপে ওঠে অপরাধীদের।ফলে মুখোশধারী সাম্প্রদায়িকেরা মাদক ও সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে সরকারি লকডাউন উপেক্ষা করে একের পর এক চালাতে থাকে তাদের অপতৎপরতা। তাদের সাথে যোগ দেয় কিছু জিম্মি দালালেরাও। তবু্ও বন্ধ হয়নি দৈনিক আমার হবিগঞ্জ। এখনি যদি দুষ্কৃতকারী দের লাগাম টেনে ধরে আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে তা হবে স্বাধীন অসাম্প্রদায়িক সোনার বাংলার জন্য চরম হুমকি।
পরিশেষে দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিকদের উপর মিথ্যা বানোয়াট ও কাউন্টার মামলার তীব্র নিন্দা জানাই পাশাপাশি দোষীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আহবান জানাই।