থামছে না খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 12 February 2023
আজকের সর্বশেষ সবখবর

থামছে না খোয়াই নদী থেকে অবৈধ বালু উত্তোলন

Link Copied!

হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জের খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকারের বিপুল পরিমাণ রাজস্ব গচ্ছা যাচ্ছে অন্যদিকে শুকনো মৌসুমে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের ফসলি জমি, ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

সেসব বালু মহাল থেকে প্রতি বছর সরকারের অর্ধকোটি টাকা আয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা সম্ভব হচ্ছে না। অন্যায়ভাবে বালু মহালগুলোর বালু উত্তোলন করে পাচার বাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিলেও প্রতিকার মিলছে না।

পরিবেশের ভারসাম্য নষ্টসহ গ্রামীণ সড়কপথ খানাখন্দের সৃষ্টির হয়ে সাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় আসন্ন বর্ষা মৌসুমে অসহনীয় দুর্ভোগ পোহাতে হবে এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, কলিমনগর, তেতৈয়া, লেঞ্জাপাড়া, নতুন ব্রিজ, সদরের তেঘরিয়া, মাছুলিয়া, খান ম্যানসন সংলগ্নসহ প্রায় ২০টি স্থান থেকে ট্রাক ট্রাক্টর দিয়ে অবাধে বলু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেন রাজ্জাক ও রাসেল এবং নাভিল নামে ৩ ব্যক্তি এসব অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত।

তারা এসব স্থানে ট্রাক-ট্রাক্টর উঠা-নামা করাতে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ কেটে তৈরি করেছে রাস্তা। ফলে প্রতিরক্ষা বাঁধের দুই তীরে শতাধিক স্পট মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতি বছর বর্ষায় বাঁধ ভেঙে তলিয়ে যায় হাজার হাজার একর ফসলি জমি। তাদের এমন কর্মকান্ডে আগামী বর্ষায় জেলা শহর রক্ষাবাঁধসহ দুই তীরের অসংখ্য স্থানে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।