ত্রিপুরা পল্লীর ভাঙা ব্রিজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 6 October 2021

ত্রিপুরা পল্লীর ভাঙা ব্রিজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

Link Copied!

রায়হান আহমেদ :  চুনারুঘাটের সাতছড়ি ত্রিপুরা পল্লীর ভেঙে যাওয়া ব্রিজ পরিদর্শন করেছেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
বুধবার (৬অক্টোবর) ভেঙে যাওয়া ব্রিজ ও ত্রিপুরা পল্লী পরিদর্শন করেন তারা। এসময় তাদের সঙ্গে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, যুবলীগ নেতা আনোয়ার হোসেন লিজন সহ আরো অনেকে।

ছবি : ত্রিপুরা পল্লীর ভাঙা ব্রিজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও প্রাথমিকভাবে ওই পল্লীর জনসাধারণের চলাচলের ব্যবস্থা করবেন বলে জানান। এ ত্রিপুরা পল্লী রক্ষায় গত বছর বিশেষ প্রকল্পের চাহিদা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (৫ অক্টোবর) সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর পারাপারের একমাত্র মাধ্যম সেতুটি ভেঙে যায়। বৃষ্টির পানির স্রোতে সেতু ও সংযোগ সড়ক ভেঙে বিপাকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০টি পরিবার। অনেকটা ‘টিলাবন্দি’ হয়ে পড়ে তারা। এজন্য বুধবারে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও পরিদর্শন করেন।

চুনারুঘাট সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়