তানজিল হাসান সাগর : হবিগঞ্জ ২ বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন আহমেদ এর পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাাদক ও আওয়ামী লীগের উপকমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েল সমাজের কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে তার এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। আজ শনিবার(১৫মে) বানিয়াচং উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা আজমিরীগঞ্জবাসীদের জন্য নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করবেন এই আওয়ামী লীগ নেতা। সম্প্রতি তাই এই মানবিক কর্মকান্ড দুই উপজেলাজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রশংসায় ভাসছেন তিনি। এই বিষয়ে আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের সাথে কথা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আজ (শনিবার) থেকে প্রিয় বানিয়াচং উপজেলায় ও আজমিরীগঞ্জ উপজেলায় অসহায় মানুষদের মধ্যে আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ বাজার উপহার বিতরণ করা শুরু করবো। যার মধ্যে রয়েছে ময়দা, মুড়ি, তেল, আলু, সেমাই, চিনি, নুডলস ও লবণ।

ছবি : অসহায়দের জন্য উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে আ’লীগ নেতা রুয়েল
জাতির এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের মধ্যে একটু হাসি ফুটাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি সবসময় । বাসায় আমার বয়স্ক মা,আমি আক্রান্ত হলে আমার মা ও আক্রান্ত হবেন। তারপর ও আমাকে পরিবারের মা সহ সবাই উৎসাহ দিয়ে যাচ্ছেন নিজের এলাকায় অনেক অসহায় মা আছেন, এতিম আছেন তাদের মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে। আমি বিশ্বাস করি মানুষের পাশে দাঁড়াতে অঢেল সম্পদ লাগে না, লাগে মনের সদিচ্ছা।

ছবি : হতদরিদ্রদের জন্য রাখা আওয়ামী লীগ নেতা রুয়েলের খাদ্য সামগ্রী
তিনি আরো জানান,দেশ এখন কঠিন সময়ে দাঁড়িয়ে। এই সময়ে হতদরিদ্র মানুষরা খুব কষ্টে জীবনযাপন করছেন। তাই কর্মহীনদের কথা চিন্তা করে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা এটা সামান্য চেষ্টা মাত্র। তিনি আরো বলেন-করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। সরকারের দেয়া আদেশ নিষেধগুলো মানকে হবে। সবাইকে ঘরে থাকতে হবে। সেই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান আওয়ামী লীগ নেতা ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।