ত্রাণ নিয়ে দূর্নীতির প্রতিবাদে জেলা সিপিবি’র ধিক্কার কর্মসূচী পালিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 7 May 2020
আজকের সর্বশেষ সবখবর

ত্রাণ নিয়ে দূর্নীতির প্রতিবাদে জেলা সিপিবি’র ধিক্কার কর্মসূচী পালিত

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :  ত্রাণ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ঘৃনা প্রকাশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার( ৭ মে) দুপুর ১১টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে ধিক্কার কর্মসূচী পালিত হযেছে । কর্মসূচীতে বক্তব্য রাখেন- সিপিবি জেলা সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা উদীচী সাধারণ সম্পাদক আজিজুর রহমান কাউছার। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- চৌধুরী মহিবুন্নূর ইমরান, মোঃ আহাদ মিয়া, মোঃ সাহেব আলী, অর্জুন দাশ, মনজিল মিয়া, কাজল সরকার, বাবলু সরকার ও রফিকুল ইসলাম।

ছবি : জেলা সিপিবি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খো্য়াইর মুখ প্রাঙ্গনে

সভায় বক্তাগণ বলেন- লুটেরা দুর্নীতিবাজরা করোনা মহামারীর এই দুর্যোগকালেও লুটপাট চালিয়ে যাচ্ছে। চাল চুরি, তেল চুরি সহ অসাধু ব্যবসায়ীরা নিত্য পন্যের দাম বাড়িয়ে দিয়েছে। কর্মহীন শ্রমজীবি মেহনতি মানুষের ঘরে খাবার নেই, জনগণের শষ্যভান্ডার থেকে গরীব মানুষের খাবারের ব্যবস্থা করুন। গার্মেন্ট শ্রমিক, পরিবহন শ্রমিকম দোকান কর্মচারী, টমটম রিক্সা শ্রমিক সহ সকল শ্রমজীবী মানুষকে কার্ড দিয়ে রেশনের আওতায় আনতে হবে। কৃষক ১০৪০ টাকা দামে ধান বিক্রি করতে পারছে না। তাই প্রতিটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র চালু করে কৃষক বাঁচাতে হবে। নতুবা দেশের সকল শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের অধিকার প্রতিষ্ঠিত করবে।