ত্রাণের রাজনীতি, রাজনীতির ত্রাণ- সরকারী ত্রাণ ব্যবস্থাপনা এবং প্রচলিত ফাঁক-ফোঁকর
ঢাকাThursday , 14 May 2020
আজকের সর্বশেষ সবখবর

ত্রাণের রাজনীতি, রাজনীতির ত্রাণ- সরকারী ত্রাণ ব্যবস্থাপনা এবং প্রচলিত ফাঁক-ফোঁকর

Link Copied!

সম্পাদকীয়।। বাংলাদেশের রাজনীতির অবকাঠামোর সর্বনিম্ন ইউনিট হল ‘ওয়ার্ড’। এরপর ইউনিয়ন,পৌরসভা,উপজেলা, জেলা, বিভাগ ও দেশ। স্থানীয় সরকার কাঠামো এরকমই সাজানো। কাজেই দেশে যে কোন কার্যক্রম চালাতে স্থানীয় সরকার ব্যবস্থার ক্ষুদ্রতম ইউনিট ‘ওয়ার্ড’ পর্যায়ের কার্যক্রম সঠিকভাবে ঢেলে সাজানো খুবই গুরুত্বপূর্ণ।

ছবিঃ ওয়ার্ড কমিটি গঠন করার ছক। 

করোনা ভাইরাসের এই কঠিনতম সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যক্রম চলছে ওয়ার্ডকে কেন্দ্র করেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ওয়ার্ড’ পর্যায়ের একটি কমিটি গঠনের মাধ্যমে ত্রাণ গৃহিতার তালিকা প্রণয়ন ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করার কথা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। ওয়ার্ড পর্যায়ের এই ত্রাণ কার্যক্রম পরিচালনা কমিটি যেভাবে করার কথা বলা হয়েছে তা হল নিম্নরুপঃ

ক) সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/মেম্বার- আহবায়ক
খ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা(১ জন)-সদস্য
গ) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক(১জন)-সদস্য
ঘ) গণ্যমান্য ব্যক্তি(২জন)-সদস্য
(জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শক্রমে)
ঙ) স্থানীয় মসজিদের ইমাম(১ জন) –সদস্য
চ) আনসার ভিডিপি সদস্য (১ জন) –সদস্য

প্রটোকল অনুযায়ী এই ওয়ার্ড কমিটি গঠন করবে ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌরসভা চেয়ারম্যান। তারপর অনুমোদনের জন্য পাঠিয়ে দিবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে। সেখান থেকে তা জেলা পর্যায়ে সংরক্ষণ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেরণ করা হবে।

আমি ব্যক্তিগতভাবে সবসময়ই ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক ও স্থানীয় সরকার নেতৃত্ব নিয়ে ওয়াকিবহাল থাকার চেষ্টা করি। আপনার ওয়ার্ডের কমিশনার/মেম্বার কে এবং প্রধান রাজনৈতিক দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদক কে-তাদের কার্যক্রম ও গতিবিধি নজর রাখার চেষ্টা করি। বাংলাদেশ সরকারের ত্রাণ কার্যক্রম সুষ্টভাবে কতোটুকু বাস্তবায়িত হচ্ছে তার নির্ভর করে কতো নির্ভুলভাবে এই ত্রাণ সম্পর্কিত ওয়ার্ড কমিটিগুলো হয়েছে। এই ওয়ার্ড কমিটিই কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডের ত্রাণ/ভাতা ইত্যাদির সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠায়, সেখান থেকে তা জেলা কার্যালয়ে প্রেরণ করা হবে বাস্তবায়নের লক্ষ্যে। আমি যেগুলো উল্লেখ করলাম তা হল সরকারী ব্যবস্থাপনার কথা। এর বাইরে বিভিন্ন রকম দলীয় বা ব্যক্তিগত ত্রাণ কার্যক্রম আছে তা এখানে আলোচনার বিষয় নয়।

আমার কাছে বেশ কিছু অভিযোগ আছে যেখানে স্পষ্টতই দেখা যায় যে, সরকারী ত্রাণ/ভাতা কমিটিগুলো যথাযথ নির্দেশনা মেনে করা হয়নি এবং সেগুলো যথাযথ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে জানানোর পরও তেমন কোন ব্যবস্থা নেওয়া হয়নি মর্মে প্রতীয়মান হয়েছে।

আমি যেহেতু হবিগঞ্জ জেলার অধিবাসী তাই আমার নিজ জেলার দুই ধরনের দুইটি উদাহরণ দিবো; যেখান থেকে পরিলক্ষিত হবে যে এই ওয়ার্ড কমিটিগুলো যথাযথভাবে হয়নি। যার কারণে এই অনিয়মতান্ত্রিক কমিটিগুলো সঠিকভাবে ত্রাণ/ভাতা প্রাপ্তদের নামের সঠিক তালিকা প্রণয়নে ব্যর্থ হয়েছে।

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড এবং ৪ নং ওয়ার্ডের ত্রাণ কমিটির একটি চিঠি আমরা পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে উক্ত ওয়ার্ডের মেম্বার যথাক্রমে মোঃ আব্দুর রহিম এবং মোঃ আব্দুল মতলিবকে কমিটিতে রাখা হয়নি। শুধু তাই নয়, গণ্যমান্য ব্যক্তি কোটায় সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে রাখা হয়ে থাকে। এই কমিটিতে গণ্যমান্য ব্যক্তিদের কোটায় যে দুজনকে রাখা হয়েছে, সাধারণ জনগণের কাছে তারা কোনভাবেই গণ্যমান্য ব্যক্তি কোটায় পড়তে পারেন না। এই বিষয়ে উল্লেখিত মেম্বার একটি অভিযোগনামা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককেও দিয়েছেন। কিন্তু অদ্যাবধি এর কোন বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি।

দৈনিক আমার হবিগঞ্জ এর পক্ষ থেকে স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুর রহিম এবং ৪ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল মতলিব কখনো ইউনিয়ন অফিসে আসেন না এবং আমার সাথে কোন যোগাযোগ করেন না। তিনি নিষ্ক্রিয় একজন মেম্বার; এজন্য তাকে কমিটিতে রাখা হয় নাই।

তাছাড়া আমরা জেনেছি, বানিয়াচং উপজেলার ১নং ইউ/পি ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি-সেক্রেটারিকে না জানিয়ে ত্রাণের তালিকা করায় ঐ ওয়ার্ড মেম্বার দেওয়ান নাসির উদ্দিনের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আইবুর রহমান ও সেক্রেটারি জমির আলী।

দৈনিক আমার হবিগঞ্জের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ১ নং ইউ/পি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এর সাথে। তিনি জানান, ৩ নং ওয়ার্ডের কমিটিতে নিয়ম অনুযায়ীই দুজন গণ্যমান্য ব্যক্তি রাখা হয়েছে। তবে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের পতি-সেক্রেটারিকে রাখা হয়নি। আমি ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিনের সাথে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

সামগ্রিক বিষয়ে জেলা প্রশাসক এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক আমার হবিগঞ্জকে জানান, আমার কাছে ওয়ার্ড ত্রাণ বিষয়ক কমিটি বিষয়ে যখনই কোন অভিযোগ আসে আমি তা সাথে সাথেই সমাধান করি। তিনি আরো বলেন, এরকম কোন অভিযোগ থাকলে তাকে এসএমএস করে জানাতে; তিনি যথাযথ ব্যবস্থা নিবেন।

কাজেই আমরা দেখতে পাই, দুই ধরণের অভিযোগ প্রায় ওয়ার্ড পর্যায়ের কমিটিতেই পরিলক্ষিত হচ্ছে। প্রথমত কোথাও কোথাও ওয়ার্ড মেম্বার/কমিশনারকে কমিটিতে রাখা হয় নাই; আবার কোথাও কোথাও গণ্যমান্য ব্যক্তিদের কোটায় যে দুজন নেওয়া হচ্ছে সেখানে ক্ষমতাসীন দলের ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদককে রাখা হচ্ছে না কমিটিতে। মূলত এই দুই কারণে ওয়ার্ড ত্রাণ কমিটিগুলো সঠিকভাবে ত্রাণ/ভাতা প্রাপ্ত সুবিধাভোগীদের তালিকা করতে ব্যর্থ হয়েছে এবং সরকার ও সমালোচিত হচ্ছে।