তেল নিয়ে তেলেসমাতি : ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 10 March 2022

তেল নিয়ে তেলেসমাতি : ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়

Link Copied!

তেল নিয়ে তেলেসমাতি করায় আবারো অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । বৃহস্পতিবার (১০মার্চ)  দুপুরে হবিগঞ্জ এর ধুলিয়াখাল ও গোপায়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়
কর্তৃক বাজার অভিযান চালানো হয় ।

এ সময় বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয় । অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযান পরিচালিত হয় ।

ধুলিয়াখাল এর রিতু স্টোরের সত্ত্বাধিকারী সালেক খান ২ লিটার সয়াবিন তেলের দাম মোড়কের গায়ে ৩২৮ টাকা লেখা থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে চাচ্ছিলেন ৩৮০ টাকা । অতঃপর রিতু স্টোরকে জরিমানা করা হয় ৭ হাজার টাকা ।

সয়াবিন তেলের দাম গোপায়া বাজারের অলিউর স্টোর বোতলের গায়ে ৩৩০ টাকা লেখা থাকা সত্ত্বেও গ্রাহকের কাছে দাম হাকাচ্ছিলেন ৫ টাকা বেশি অর্থাৎ ৩৩৫ টাকা । অলিউর স্টোরকে জরিমানা করা হয় ২ হাজার টাকা ।

গোপায়া বাজারের প্রাইম ফুডকে মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রয়ের দায়ে ২ হাজার ৫শত টাকা ও ধুলিয়াখালের নিউ শাপলা ফুড প্রডাক্টসকে ৬ হাজার টাকাসহ মোট ৪ টি প্রতিষ্ঠানকে১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয় ।

অভিযানে সহায়তা করেন জেলা বাজার কর্মকর্তা ইকবাল আশরাফ খান ও র‌্যাব ৯ এর একটি টিম । জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে দৈনিক আমা হবিগঞ্জকে জানিয়েছেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচারন দেবানন্দ সিনহা ।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়