ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাইয়ে একটানা ভোটগ্রহণ চলে।
মোট ৩৬ হাজার ৪’শ ১৯ ভোট এবং ২ হাজার ৮’শ ভোট বেশী পেয়ে দ্বিতীয়বারের মত হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোতাচ্ছিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। কাপ পিরিচ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৭’শ ১৫ ভোট।
একই পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলায় ১৫ হাজার ৩’শ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতাউর রহমান মাসুক।
ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ১১ হাজার ৭’শ ৫৯ ভোট। লাখাই উপজেলায় ৩২ হাজার ৯’শত ২২ ভোট পেয়ে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুশফিউল আলম আজাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম। তিনি পেয়েছেন ২৪ হাজার ৪’শত ৪৫ ভোট।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে কোন পরিবর্তন ঘটেনি। তিন উপজেলায়ই পুনরায় নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যানরা।
এদিকে, এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।