স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের রাজনীতি করেন স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে। দলকে তৃণমূলে সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন একাগ্রচিত্তে। পাশাপাশি জনসেবায়ও নিজেকে বিলিয়ে দিচ্ছেন। ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের সন্তান হিসেবে শিক্ষা বিস্তারে কাজ করছেন নিখাদভাবে।
তিনি হচ্ছেন বানিয়াচং ২নং উত্তর- পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোত্তাকিন বিশ্বাস। তিনি প্রয়াত কবি, শিক্ষক ও ক্রীড়া ব্যক্তিত্ব জয়তুন বিশ্বাসের চাচাতো ভাই।মোত্তাকিন বিশ্বাস রাজনীতির পাশাপাশি যেসব সামাজিক দায়িত্বে রয়েছেন তন্মধ্যে অন্যতম হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (সেবা কমিটির) সদস্য, বিএসডি মহিলা আলিম মাদ্রাসার গভর্নিংবডির সভাপতি, গরীব হোসেন মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও শেখের মহল্লার সর্দার হিসেবে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন।
অসহায়-দরিদ্র মানুষসহ যে কোন দূর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠে। এসব কাজকে আরও ত্বরান্বিত করতে দলীয় নমিনেশন নৌকা পেলে এ ইউনিয়ন উদ্ধার করতে পারবেন বলে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী তৃণমূল থেকে উঠে আসা নন্দিত রাজনীতিক মোত্তাকিন বিশ্বাস।