বিশেষ রাজনৈতিক প্রতিবেদক : তৃণমুল নেতাদের অভিযোগ ২০০৮ সালের নির্বাচনে দল ক্ষমতায় আসার পর থেকে ত্যাগের মূল্যায়ন পাচ্ছেন না দুর্দিনের পরীক্ষিত ত্যাগী নেতারা। অন্যদিকে দলে সুবিধাবাদীদের দৌরাত্ন বেড়েই চলেছে। আওয়ামী লীগের একাধিক সাংগঠনিক সম্পাদকরা জানিয়েছিলেন,ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সত্যিকারের ত্যাগী নেতাদের খোঁজা হচ্ছে। ত্যাগীদের তালিকা করে বঞ্চিতদের মূল্যায়ন ও সুবিধাবাদীদের বাদ দেয়া হবে একটি পরিকল্পান হাতে নিয়েই এগুচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
তারা আরো বলেছিলেন,স্বাধীনতাবিরোধী ও তাদের সন্তান-স্বজনসহ সুবিধাবাদী ও কর্মীবিচ্ছিন্ন নেতাদের বাদ দেয়া হবে। ইউপি নির্বাচনে দলের সব পর্যায়ের ত্যাগী সৎ,কর্মীবান্ধব নেতাদের গুরুত্ব দেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। স্বাধীনতাবিরোধী ও তাদের পোষ্যদের প্রার্থী হতে আবেদন গ্রাহ্য হবে না। এর মধ্য দিয়ে তৃনমুলের ক্ষোভ-বিক্ষোভ দুর হবে এবং দলে ভারসাম্য ফিরে আসবে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। রাজাকারের ছেলে-স্বজনদের যারা বিভিন্ন উপায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন তৃণমুল থেকে তাদের মনোনয়নের জন্য নাম প্রস্তাব না পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছে। তারপরও কোনোভাবে তৃণমূল নাম প্রস্তাব করলে কেন্দ্র তাদের নাম বাদ দিয়ে দেবে।

ছবি : তালিকায় ৮নাম্বারে রয়েছে যুবলীগ নেতা সুমনের বাবার নাম। পাশে প্রচারণার পোস্টার ও সুমনের ফাইল ছবি
এসব তথা দলীয় হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে এবার একাত্তরে স্বাধীনতা বিরোধী গেজেট ও তালিকাভুক্ত রাজাকার হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়নের মবশ্বীর আলী চৌধুরী মনু মিয়ার পুত্র শাহরিয়া চৌধুরী সুমনের জনপ্রতিনিধি হওয়ার খায়েশ জেগেছে। তার পিতা কিনা স্বাধীনতা যুদ্ধের সময় ছিলেন শান্তি কমিটির সসদ্য, ছিলেন চিহ্নিত রাজাকারও। তালিকায় ৮ নাম্বারে রয়েছে তার বাবার নাম। রাজাকার মবশ্বীর আলীর পুত্র জেলা যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়া চৌধুরী সুমন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজমিরীগঞ্জ উপজেলার ৩নং জলসুখা ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে এলাকায় ব্যানার-পোস্টার করে প্রচার-প্রচারণা করে যাচ্ছেন।
একজন চিহ্নিত রাজাকারের সন্তান কি করে স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে চায় সেই বিষয়টি এলাকাবাসী তথা দলীয় নেতাকর্মীদের ভাবিয়ে তোলেছে। অন্যদিকে রাজাকারের সন্তান হওয়ার পর জেলা যুবলীগ কি করে তাকে গুরুত্বপুর্ণ পদে রেখেছে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে সচেতন মহলে।
খোঁজ নিয়ে জানা যায়,এই রাজাকারের সন্তান দলীয় টিকেট পেতে ব্যানারে জেলা আওয়ামী লীগের সভাপতি/সেক্রেটারি,স্থানীয় এমপি ও জেলা যুবলীগের সভাপতি/সেক্রেটারির ছবি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে জলসুখা ইউনিয়নের অনেক এলাকাবাসী দৈনিক আমার হবিগঞ্জকে জানান,যতটুকু জানি তার বাবা ছিলেন একাত্তরে শান্তি কমিটির সদস্য। বড়বড় নেতারাও জানেন তার বাবা যে রাজাকার ছিল। কিন্তু কেউ মুখ খুলে বলেনি।
একজন চিহ্নিত রাজাকারের পুত্র হওয়ার পর ও স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামী লীগ থেকে দলীয় টিকেট নিয়ে একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে সেটা আমাদের বোধগম্য নয়। দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে জানা যায়, শাহরিয়া চৌধুরী সুমনের বাবার নেতৃত্বে জলসুখার ৩৬টি বসত ঘরে লুটপাট চালায় এই মনু রাজাকার। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় সেইসব ঘর। এই মনু রাজাকারের কারণে জলসুখার আপামর জনসাধারণ আতঙ্কিত ছিল।
ঘোষহাটির ৯জন নিরীহ হিন্দুকে মুন মিযার নেতৃত্বে ধরে নিয়ে ক্রসফায়ার করা হয়। জলসুখা বাজারের পেছনে একটি লন্ডনী বাড়িতে অস্থায়ী ক্যাম্প বানান মনু রাজাকার। এই বাড়িতে প্রতি রাতেই গরু জবাইসহ সুন্দরী রমনীদের নিয়ে ফুর্তি-আমোদ করত শান্তি কমিটির সদস্য মবশ্বীর আলী ওরফে মনু রাজাকার। মনু রাজাকারের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভানু রায়ের পরিবার।
অন্যদিকে মুক্তিযোদ্ধা বসন্ত রায়কে জীবন্ত মাটি চাপা দিয়ে মেরে ফেলার ও অভিযোগ রয়েছে জেলা যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শাহরিয়া চৌধুরী সুমনের বাবা মবশ্বীর আলী ওরফে মুন রাজাকারের বিরুদ্ধে।
সুত্র জানিয়েছে,এ ইউনিয়ন ছাড়াও ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপও শুরু করেছে রাজাকারের সন্তানসহ স্বজনরা।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান,এসব মোবাইলে বলা যাবেনা। কোনে কিছু জানতে হলে সরাসরি আসেন কথা বল। এই কথা বলে তিনি তড়িঘড়ি করে মোবাইলের লাইন কেটে দেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।
পরবর্তীতে সাংবাদিক পরিচয়ে তার মোবাইল ফোনে ম্যাসেজ পাঠালেও অন্য পাশ থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। বিস্তারিত জানতে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সাথে কথা বলার চেষ্টা করা হলে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।