অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পত্তি অর্জনের ঘটনায় দৈনিক আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর প্রাথমিক সত্যতা থাকায় চুনারুঘাটের তহশিলদার আব্দুস সালামকে ওএসডি করা হয়েছে। তবে ওএসডি হলেও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ কালো টাকা ও পাহাড়সম সম্পত্তি রেখেছেন দখলে।
ইচ্ছাকৃতভাবে ফাঁকি দিয়েছেন সরকারি কর (ট্যাক্স)। এদিকে তার সম্পত্তির বিষয়ে তদন্ত চলছে বলে দৈনিক আমার হবিগঞ্জ’কে জানিয়েছেন জেলা প্রশাসক দেবী চন্দ্র। তিনি বলেন, ‘অভিযুক্ত তহশিলদারকে ওএসডি করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
অর্জিত সকল সম্পত্তির বিষয়ে দাপ্তরিক তদন্ত করা হবে। পৃথকভাবে তহশিলদার আব্দুস সালামের সকল সম্পত্তির বিরুদ্ধে দ্রুত তদন্ত শুরু হবে বলে নিশ্চিত করেছেন দূর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি বিশ্বস্ত সুত্র। অন্যদিকে নিজেকে রক্ষা করতে বিভিন্ন মহলে তদবীর ও দৌড়ঝাপ শুরু করেছেন আব্দুস সালাম।
সুত্র জানায়, আব্দুস সালামের বাবা মরহুম আব্দুল বারিক পেশায় ছিলেন রিক্সা চালক। ৫ ভাইয়ের মধ্যে আব্দুস সালাম দ্বিতীয়। তার বড় ভাইয়ের সুনির্দিষ্ট কোন পেশা না থাকলেও গত কয়েক বছর আগে হয়েছেন ইউপি সদস্য।
তৃতীয় ভাই আব্দুল কুদ্দুছ খাদ্য গুদামের প্রহরী, চতুর্থ ভাই রাসেল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এবং পঞ্চম ভাই মুখলিছ পুলিশ কনস্টেবল ।
জীবিকার তাগিদে সবাই আলাদাভাবেই বসবাস করেন। আব্দুস সালামের স্ত্রী স্কুলের শিক্ষিকা। সকলের সম্মিলিত চেষ্টায়ও ৫/৬কোটি টাকার সম্পত্তি কেনা সম্ভব না। তার পাহাড়সম সম্পত্তি এবং কালো টাকার প্রভাব ভাবিয়ে তুলেছে স্থানীয় সচেতন মহলকে। দ্রুত তার বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা জরুরী বলে মনে করেন তারা।
উল্লেখ্য, আব্দুস সালাম অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ক্রয় করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদ ভবনের দক্ষিণে প্রায় ৬৫ লাখ টাকার বহুতল বাড়ি, দক্ষিণ বাসস্ট্যান্ড দিদার ম্যানশেনের পাশে ৫০ লক্ষ টাকার জমি, হাতুন্ডা গার্লস স্কলের পাশে ২৫ লাখ টাকার জমি, চুনারুঘাট কলেজ রোড ফায়ার সার্ভিস এলাকায় ৮ লাখ টাকার জমি, চুনারুঘাট মধ্যবাজার প্রাইমারি স্কুলের কাছে ১৫ লাখ টাকার জমি।
চুনারুঘাট উত্তর বাজার বড়াইল এলাকায় ১০ লাখ টাকার জমি। সাটিয়াজুড়ি সুন্দরপুর বাজারে ৩০ লাখ টাকার দোকান ভিট, এ ছাড়াও বয়েছে তার সিলভার কালারের একটি বিলাসবহুল নোহা গাড়ি, একটি সিএনজির অটোরিক্সাসহ অঢেল সম্পত্তি এবং নগদ অর্থ যার পুরোটাই অবৈধ পন্থায় অর্জিত এবং সরকারি ট্যাক্স ফাঁকি দেয়া।