এ এইচ মামুন : অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও মুক্তিযুদ্ধের পক্ষের লেখক, আমার ব্লগডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাস গুপ্তকে আইসিটি আইনে গ্রেফতার করেছে।
তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। ইতিপূর্বে সুশান্ত দাশ গুপ্ত’র অফিসিয়াল পেইজকে স্বীকৃতি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। গত ২৯ মে ২০০৪ খ্রিস্টাব্দে ফেইসবুক কর্তৃপক্ষ এই স্বীকৃতি দেয়। দ্বিতীয় কোনো বাংলাদেশী রাজনীতিবিদ হিসেবে সুশান্ত দাশ গুপ্ত’র পেইজকে স্বীকৃতি দিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। প্রথম স্বীকৃতি পেয়েছিলেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়।
সুশান্ত দাস গুপ্তের জন্ম ১৯৭৭ খ্রিস্টাব্দে। পড়াশুনা করেছেন হবিগঞ্জের বৃন্দাবন দাশ কলেজে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এরপর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছেন।
টেকশেড লিমিটিডের সিইও এবং আমার ব্লগ ডটকমের অ্যাডমিনিস্ট্রেটর সুশান্ত বর্তমানে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক। লন্ডন আওয়ামী লীগের সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠা করেছেন ‘আমার এমপি ডটকম’ নামে একটি সংগঠন। আমার এমপি স্বেছাসেবী সংগঠনটি সাধারণ জনগণ এবং এমপিদের সঙ্গে যোগাযোগের দূরত্ব ঘোচাতে www.amarmp.com- নামক একটি অনলাইন প্লাটফর্ম তৈরি করেছে।যা প্রশংসার দাবি রাখে।
আমার এমপি ডটকম প্লাটফর্মের লক্ষ্য হল সংসদের নির্বাচিত সদস্যদের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা এবং সংসদীয় প্রতিনিধি ও ভোটারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এখানে আমার এমপি ডটকম জনপ্রতিনিধি এবং স্থানীয় ভোটারদের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ ডিজিটাল অ্যাওয়ার্ড পেয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘আমার এমপি ডটকম’। ভারতের ডিজিটাল ফাউন্ডেশন এমপাওয়ারমেন্ট ইন্ডিয়ার (ডিএফই) এম বিলিয়ন্থ এওয়ার্ড নামের এই প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার ১৯৬ টি সংগঠনের মধ্য থেকে ই-গভর্নেস ক্যাটাগরিতে ৭ টি সংগঠনকে মনোনীত করে। চূড়ান্তভাবে আমার এমপি ডটকমের সঙ্গে জিতেছে আই চেঞ্জ মাই সিটি ও সিলভার টাচ ইন। তবে আমার এমপি ডটকমই একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান।
যার মাধ্যমে মাননীয় সাংসদদের এলাকাবাসী জবাবদিহিতার আওতায় আনতে পেরেছে। এলাকাবাসীর সুখ- দুঃখের কথা শুনতে পান মাননীয় সংসদ সদস্যবৃন্দ।
তিনি হবিগঞ্জ জেলার মানুষের মুখে হাসি ফোটাতে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে রাজনীতিতে এসেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমার ব্লগ ডটকমের ভূমিকা প্রশংসনীয় এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
সুশান্ত দাস গুপ্ত হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মনোনয়ন ফরম কিনেছিলেন। এছাড়াও লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মাফুজ ও মো. হারুনুর রশীদ চৌধুরীও মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির কি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তকে আগামী দিনের প্রতিদ্বন্দ্বী ভাবছেন? স্থানীয় পত্রিকা হিসাবে দৈনিক আমার হবিগঞ্জ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। পত্রিকাটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর।
সম্প্রতি হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলের দুর্নীতির চিত্র ও অনিয়মের বাস্তব চিত্র তুলে ধরে হবিগঞ্জ জেলার সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
সেজন্য বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এর পক্ষে হবিগঞ্জ প্রেসক্লাব তরুণ প্রজন্মের রাজনীতিবিদ ও বিশিষ্ট সাংবাদিক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্তের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে।তাকে গ্রেফতার করা হয়েছে।
এ গ্রেপ্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। অতিদ্রুত তাকে মুক্তি দিতে হবে।
লেখক:
ব্লগার ও কলাম লেখক