তদন্তের নামে আইওয়াশ : ইফা’র অভিযুক্ত ব্যক্তি দিয়ে তদন্ত কমিটি গঠন ! - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 November 2020
আজকের সর্বশেষ সবখবর

তদন্তের নামে আইওয়াশ : ইফা’র অভিযুক্ত ব্যক্তি দিয়ে তদন্ত কমিটি গঠন !

Link Copied!

বানিয়াচং প্রতিনিধি :   ইসলামিক ফাউন্ডেশন এর বানিয়াচং উপজেলা মডেল কেয়ারটেকার আশিকুল ইসলামের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর দৈনিক ‘আমার হবিগঞ্জ’ পত্রিকার প্রিন্ট এবং অনলাইন ভার্সনে সনদ জালিয়াতির অভিযোগ, নিজের স্ত্রীকে ইউএনও’র স্বাক্ষর ছাড়াই চাকুরী প্রদান এবং চরম দূর্নীতির অভিযোগে পর পর ২টি সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদ দুটি প্রকাশের পর প্রশাসনসহ ইফা’র কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।

 

এরই প্রেক্ষিতে নিজের অধীনস্থ ব্যক্তিদের দিয়ে ২ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন ইফা’র উপ-পরিচালক শাহ মোঃ নজরুল ইসলাম। কিন্তু দু:খজনক হলেও সত্য মডেল কেয়ারটেকারের স্ত্রীকে চাকুরী পাইয়ে দিতে গিয়ে যিনি সহযোগিতা করেছেন ফিল্ড সুপার ভাইজার মো: সুলায়মানও রয়েছেন সেই তদন্ত কমিটিতে।

 

 

অপরজন হচ্ছেন উপপরিচালকের অধীনে চাকুরীরত এবং আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ইফা জেলা কার্যালয়ের অ্যাকাউন্টস কর্মকর্তা মো: মাজেদ উদ্দিন। অভিযোগ রয়েছে যে, অনেক অবৈধ সুযোগ সুবিধা আদায় করতে গিয়ে মডেল কেয়ারটেকার আশিকুল ইসলাম জেলা অফিসে কর্মরত অ্যাকাউন্টস কর্মকর্তা মাজেদ উদ্দিনকে ব্যবহার করেই এসব করে যাচ্ছেন।

সে সব ব্যক্তিদের দিয়ে তদন্ত কমিটি করে দেওয়া মানে অবৈধকে বৈধ করে দেওয়া হবে বলে মনে করছেন উপজেলাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার (২৫ নভেম্বর) উপপরিচালকের করে দেওয়া তদন্ত কমিটি চুপিচুপি দায়সারাভাবে মডেল কেয়ারটেকারের পকেটস্থ ব্যক্তিদের উপস্থিত রেখে তদন্ত কাজ করে যাচ্ছেন তারা।

এ ঘটনা জানাজানি হলে ভূক্তভোগীদের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ তদন্ত কমিটি বাতিল করে অবাধ সুষ্ঠুও নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা। এ ছাড়াও এই মডেল কেয়ারটেকারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জের ইফা’র পরিচালক শাহ মো: নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,আমার অফিসে লোকবল কম। তাই তাদের দ্বারা এই কমিটি গঠন করা হয়েছে। এই বলে তিনি দ্রুত মোবাইল ফোন কেটে দেন তিনি।