শায়েস্তাগঞ্জের নছরতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 March 2020

শায়েস্তাগঞ্জের নছরতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

Link Copied!

সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস চাপায় সিএনজি অটোরিক্সাতে থাকা ১ জন নিহত
হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে
হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২০মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার
ঢাকা সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত ব্যক্তি হলো
শায়েস্তাগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে নোমান মিয়া (৩২)। খবর
পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা
ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান চৌধুরী জানান, সিলেট থেকে
কুমিল্লাগামী একটি যাত্রীবাহি বাস যাওয়ার পথে মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার
নছরতপুর এলাকায় একটি সিএনজি রাস্তা পারাপারের সময় সিএনজিটিকে ধাক্কা
দিলে ৫ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া
হলে নোমান মিয়া মারা যান।
এ ঘটনায় উত্তেজিত জনতা আধাঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ
ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

শায়েস্তাগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়