তারেক হাবিব, সদর প্রতিনিধি ॥ ঢাকা-সলিটে মহাসড়করে শায়স্তোগঞ্জের নূরপুরে বাস ও সএিনজি অটোরকিশার মুখোমুখি সংর্ঘষের ঘটনায় আহত গৃহবধু ইয়াসমিন আক্তার (২২) এর মৃত্যু হয়েছে। দীর্ঘ সাত দিন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২০ মার্চ শুক্রবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ থেকে সিএনজি অটোরিক্সা যোগে হবিগঞ্জ আসার পথে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের নুরপুর নামক এলাকায় পৌছলে ঢাকা গামী একটি বাসের সাথে সংঘর্ষ বাধে। এ সময় ওই পরিবারের নোমান মিয়া (২৬) স্ত্রী ইয়াসমিন আক্তার (২২) ও তার পরিবারের আরও তিন জন গুরতর আহত এবং ঘটনাস্থলেই নোমান মিয়া নিহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি এবং পরে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এ ঘটনায় একই পরিবারের এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, গৃহবধু ইয়াসমিনের মারা যাওয়ার ঘটনাটি শুনেছি। কোন ধরনের অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।