সৈয়দ হাবিবুর রহমান ডিউকঃ ঢাকা সিলেট মহাসড়কের নুরপুরে সড়ক দুর্ঘটনায় একজন রিক্সাচালক নিহত হয়েছেন এঘটনায় আহত হয়েছে দুই জন রিকশা যাত্রী।
জানা যায়, রোববার (৩মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রিকশা চালক উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র গিয়াস উদ্দিন (৩৮)। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী একটি ট্রাক অলিপুরগামী যাত্রীবাহি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।