জাহিদুর রহমান।। ঢাকা সিলেট মহাসড়কের অলিপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ৯ টায় মহাসড়কের অলিপুরে তাফরিদ কটন মিলের সামনে পিকাপ ভ্যান ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছেন অলিপুরের বাসিন্দা আনু মিয়া (২২) ও নাজু আক্তার (৩০)। আনু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকাপ ভ্যানটি আটক করা হয়েছে, তবে গাড়ির চালক পলাতক রয়েছে।