ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 15 September 2024

ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের বেপরোয়া চাঁদাবাজি

তারেক হাবিব
September 15, 2024 10:00 am
Link Copied!

হাজারের গন্ডি পেরিয়ে লাখ ছুঁয়ে যায় চাঁদার হার, এমন কথাও বাতাসে ঘুরে বেরোচ্ছে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকার। একে অপরের সাথে চলে কানাঘুষা, কিন্তু কেউ ভয়ে মূখ খুলতে নারাজ। কারন টাকাগুলো উত্তোলন করা হয় পুলিশের জন্য। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কে মামলা-হামলার ভয় দেখিয়ে নীরবে-নিভৃতে চলছে এসব চাঁদাবাজি।

অর্থনৈতিক মন্দার বাজারে যেখানে জীবন ধারণ করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ সেখানে মাস পেরোলেই চাঁদার টাকা, এ যেন রীতিমতো ‘মরার উপর খাঁড়ার ঘা’।

সম্প্রতি দৈনিক আমার হবিগঞ্জের সরেজমিন অনুসন্ধানে বেরিয়ে এসেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের চাঁদাবাজি সিন্ডিকেট। জানা যায়, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মাসোহারা হিসেবে নেয়া হয় চাঁদা। একেকটা পয়েন্টের দায়িত্বে থাকেন একেকজন এজেন্ট (চাঁদা উত্তোলনকারী) প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টাকা উত্তোলন করে জমা হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসির ফান্ডে। পুরোটাই দেখবাল করেন থানার মুন্সি বাধঁন।

নামমাত্র কমিশন পান এজেন্ট (চাঁদা উত্তোলনকারী)। বাহুবল, মিরপুর, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, মাধবপুরসহ প্রায় ১০টি পয়েন্ট থেকে প্রতি মাসে আনুমানিক ৪/৫লাখ টাকা উত্তোলন করা হয়। পুরো টাকার ভাগবাটোয়ারা হয় থানার ওসি, এসআই, মুন্সি এবং বাকীদের মাঝে। মাসোহারা চাঁদার ভিত্তিতে সড়কে চলে নিষিদ্ধ গাড়ি ও বেআইনী কার্যকালাপ।

প্রতিমাসে কোন পর্যায়ে পুলিশের কাছে কী পরিমাণ অর্থ যায় তার একটি গোপন তালিকা এসেছে দৈনিক আমার হবিগঞ্জের হাতে। তা পর্যালোচনা করে দেখা যায়, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোল চত্তর এলাকায় অবস্থানরত প্রতিটা ট্রান্সপোর্ট এজেন্সি ও দোকানপাট থেকে ৩ হাজার টাকা হারে মাসোহারা (চাঁদা) উত্তোলন করেন সরমুজ মিয়া নামে এক ব্যক্তি। সরমুজ স্থানীয় আবুল হোসেনের পুত্র ও শায়েস্তাগঞ্জ নতুনব্রিজের টান্সপোর্ট ব্যবসায়ী। এএল, এআর, এসএস, কেডিএফ, তজু, বজনফিস, সাতক্ষীরা কোম্পানীসহ প্রায় ২০টি ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ৬০ হাজার টাকা মাসোহারা সংগ্রহ করেন সরমুজ।

এ ছাড়াও নতুনব্রিজ গোল চত্তরের হাইওয়ে সড়কের পাশের প্রায় ৫০টি অস্থায়ী ফলের দোকান এবং হাঠবাজার থেকে উত্তোলন করা হয় আরও ১ লাখ টাকা। দৈনিক আমার হবিগঞ্জের সরেজমিন তথ্য সংগ্রহকালে মাসোহারা (চাঁদা) তোলার কথা স্বীকারও করেছেন অনেকই। তবে বেশীরভাগই ট্রান্সপোর্ট মালিক ব্যবসায়ীরা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের রোষানলের শিকার ভুক্তভোগী।

সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, টাকা না দিলে আমাদের নানাভাবে হয়রাণি করা হয়। জীবন বাঁচাতে বাধ্য হয়েই টাকা দিতে হয় আমাদের। চাঁদা উত্তোলনকারী সরমুজ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপনি কে? আপনাকে কেন তথ্য দিব’! মাসোহারার ভাগ কে কে পায় ? এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে যান তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি, আবার চলে যাব। মাসোহারার বিষয়ে কিছুই জানি না। থানার মুন্সি বাধঁনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ছাত্র মানুষ! আপনি কোথায় আছেন আমি আপনার সাথে দেখা করতে চাই’। বিষয়টি অবগত করলে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মোঃ শহিদ উল্লাহ বলেন, ‘এ ব্যাপারে আমরা একেবারেই জিরো টলারেন্স! কোন ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেলে তাৎক্ষনিক বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে’।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়