স্টাফ রিপোর্টার : ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নির্বাচিত হয়েছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান সামছুদ্দিন মুন্না। তিনি কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন তিনি।
সামছুদ্দিন মুন্না বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত সাগরদিঘির পূর্ব পাড়ের মরহুম শাহাব উদ্দিন মীর এর ছেলে। তিনি ৩০তম বিসিএস এর মাধ্যমে শেরপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
ছাত্রজীবনে সামছুদ্দিন মুন্না অত্যন্ত প্রখর মেধাবী ছিলেন। বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
এর আগে ২০১৯-২০ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন তিনি।
সামছুদ্দিন মুন্না ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক বাংলাদেশের গভর্নর স্পেশাল এইড রেজাউল মোহিত খান এবং সাংবাদিক শিব্বির আহমদ আরজু।