বানিয়াচঙ্গের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 March 2023
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচঙ্গের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

Link Copied!

র‌্যাব’র সহযোগীতায় ঢাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গ্রেফতারকৃত সুজন মিয়া বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের ইকরাম গ্রামের জবর আলীর পুত্র।

বুধবার (১মার্চ) ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। পরে থানা থেকে কোর্টে চালান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত হয়ে আসামী সুজন মিয়া দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলো।

গোপন সূত্রে তার অবস্থান জানতে পরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র দিকনির্দেশনায় এসআই অমিতাভ তালুকদার ঢাকায় গিয়ে র‌্যাব ফোর্সের সহযোগীতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।