স্টাফ রিপোর্টার : বানিয়াচং মডেল প্রেসক্লাব পরিদর্শন করেছেন ঢাকা জজকোর্টের আইনজীবী শেখ শুয়াইব আহমদ। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে তিনি আসেন। এসময় তিনি সৎ-সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপর গুরুত্বারূপ করেন এবং সকল লোভ-লালসার উর্ধে্ব থেকে পেশাগত কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এসময় অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদকে বানিয়াচং মডেল প্রেসক্লাবের ২০২১-২২ সেশনের কার্যকরি কমিটির তালিকা প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সম্মানীত উপদেষ্টা সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, কোষাধ্যক্ষ আব্দাল মিয়া,কার্যকরি কমিটির সদস্য রায়হান উদ্দিন সুমন ও ইমতিয়াজ আহমেদ লিলু।
উল্লেখ্য, শেখ শুয়াইব আহমদ বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত সাগর দিঘির পূর্ব পাড় মহল্লার মরহুম শেখ মাওলানা আলাউদ্দিন এর ছেলে।