ঢাকায় গিয়ে রক্তদান করল ব্লাড ফর লাইফ ইন মাধবপুরের সদস্যরা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 19 May 2020
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় গিয়ে রক্তদান করল ব্লাড ফর লাইফ ইন মাধবপুরের সদস্যরা

Link Copied!

পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধিদেশ যেখানে লকডাউন সেখানে ঝুকি নিয়েও অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে রক্তদান ও সামাজিক সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ  একটি রক্তদান ও সামাজিক সংগঠন মাধবপুর উপজেলা শাখা।  করোনা ভাইরাস অতিক্রম করে  অব্যাহত রেখে সোমাবার( ১৮মে) মুমূর্ষু রোগীকে বাঁচাতে মাধবপুর থেকে ঢাকা গিয়ে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর তিন জন সদস্যে একসাথে  মানবতায় রক্তদান করেন।

ছবি : ঢাকার একটি হাসপাতালে গিয়ে একসাথে তিনজন সদস্য রক্ত দান করল

ঢাকা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে, একজন অপারেশন  রোগীকে ও র্দূঘটনায় রক্তশূন্যতায় আক্রান্ত রোগীকে  বাচাঁতে রাত ৮টায় স্বেচ্ছায় রক্তদান করেন কেশ দাস, সজীব পাল, পবিত্র দাস  রক্তের গ্রুপ ও পজেটিভ৷ মানুষ বাচুঁক মানুষের জন্য রক্ত দিন জীবন বাচাঁন। সুফল মোদক জানান, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর মূল লক্ষ ও উদ্দেশ্য হল রক্তের অভাবে যেন বাংলাদেশের কাউকে প্রাণ হারাতে না হয়। তিনি আরো বলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন তাদের নিজস্ব ব্লাড গ্রুপ জানার দরকার ও আমরা ফ্রি মেডিকেল সেবার ব্যবস্থা করেছে।