স্টাফ রিপোর্টার ঃ সুভাস দা, সুশান্তকে আমি আমার কলিগ মনে করি, সুশান্ত কেন জেলে থাকবে তার উত্তর আপনাকে দিতে হবে।
প্রত্যুৎত্তরে তরুন আওয়ামীলীগ নেতা ও প্রখ্যাত টিভি টক শো আলোচক সুভাস সিংহ রায় বলেন, সুশান্ত শাহজালাল বিঙ্ঘান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ছাত্র জীবন ধেকেই সুশান্ত আওয়ামী
ঘরনার রাজনীতির সাথে যুক্ত। আমরা যখন ছাত্র রাজনীতি শেষ করেছি
তখন তিনি সিলেটে ছাত্ররাজনীতি করেছেন। সে হবিগঞ্জের
আওয়ামী রাজনীতির ভিতরে যে ব্যাত্যয় তার প্রতিবাদ করতে গিয়ে
তাতে হয়তো জড়িয়ে পড়েছে কিংবা তাকে জড়ানো হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা দরকার।
গত ৩০ মে জার্মানী থেকে প্রচারিত ডয়চে ভেল এর জনপ্রিয়
ফেসবুক লাইভ অনুষ্ঠান খালেদ মহিউদ্দিন জানতে চায় ? নামক টক
শোতে প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের প্রশ্নের জবাবে সুভাস সিংহ রায় এ কথা বলেন।
এখানে উল্লেখ্য যে, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রকাশক ও
সম্পাদক সুশান্ত দাশ গুপ্তকে গত ২১ শে মে ডিজিটাল নিরাপত্তা
আইনে হবিগঞ্জ সদরের সংসদ সদস্য জনাব আবু জাহিরের পক্ষে
হবিগঞ্জে প্রেস ক্লাবের সম্পাদক সায়েদুজ্জামান জাহিরেরদায়েরকৃত মামলায় হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ গ্রেপ্তার করে
জেল হাজতে প্রেরন করে। সুশান্ত দাশ গুপ্তের প্রেপ্তারের প্রতিবাদে
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। দেশের
প্রতিথযসা সাংবাদিকগন তাদের নিজস্ব ফেসবুক ওয়ালে উক্ত
গ্রেপ্তারের প্রতিবাদ করেছেন। এই ধারাবাহিকতায় সুশান্ত দাশ
গুপ্তকে অন্যায় ভাবে প্রেপ্তারের বিষয়টি ডয়চে ভেলের মতো
স্বনামধন্য আন্তর্জাতিক মিডিয়াতে স্থান পেয়েছে।