হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৫৫০ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় শায়েস্তাগঞ্জ শহরের পানাহার হোটেলের সামনে থেকে ওই যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটকৃত ওই যুবক ব্রাহ্মণবাড়িয়ার কামারমুড়া থানার বিজয়নগরের বাসিন্দা সিদ্দিক মিয়ার ছেলে।
অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এস আই মোহাম্মদ আলমগীর হোসেন, এসআই সত্যজিৎ চক্রবর্তীসহ ডিবি পুলিশের একাধিক সদস্য।
জব্দ করা ইয়াবার বাজার মূল্য(অনুমান মূল্য ১৬৫০০০ টাকা)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।