হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে ডিবি পুলিশের অভিযানে দালালসহ ৩ দেহপসারিণী গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে কামড়াপুর এলাকার আলকাছ মিয়ার ১ তলা ফ্লাট বাসা থেকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ ।
গ্রেফতারকৃতরা হলো চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে বাসিন্দা মৃত আব্দুল হকের পুত্র মোঃ আব্দুস সালাম( ৪০) ও তার স্ত্রী মোছাম্মদ জোসনা বেগম (৩০) শায়েস্তাগঞ্জ উপজেলা বিরামচর (সরদার বাড়ির) বাসিন্দা মৃত তাহির মিয়ার মেয়ে ইয়াছমিন (২২) ও সদর উপজেলার দৌলতপুর (আলগা বাড়ির) বাসিন্দা মৃত জালাল মিয়ার মেয়ে আখি আক্তার রত্না (২০) ।
অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মোঃ মাহমুদুল হাসান । সহযোগিতা করেন নারী পুলিশের একদল সদস্য ।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের কাছে গ্রেপ্তারকৃতরা দেহ ব্যবসার কথা স্বীকার করেছে ।
ডিবি পুলিশ জানায়, ,আটককৃত সালাম দালাল ও তার স্ত্রী জোসনা মিলে দীর্ঘদিন ধরে ওই এলাকায় দেহ ব্যবসা করে আসছে ।
এসব অনৈতিক ব্যবসার প্রসার ঘটাতে গিয়ে সালাম দালাল হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে সাধারণ মেয়েদের বিভিন্ন কৌশল ও প্রলোভন দিয়ে তার এখানে নিয়ে এসে অনৈতিক কাজে বাধ্য করায়।
সালাম দালালের বিরুদ্ধে চুনারুঘাট থানায় নারী পাচার ,শিশু নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে ।
এর আগে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছে ।
সে ইতিপূর্বে একাধিকবার জেলও খেটেছে।উপস্থিত সাংবাদিকদের গ্রেপ্তারকৃত আখি আক্তার রত্না জানায়,আগামী ২৪ মার্চ তার ভাইয়ের বিয়ে ।
সে বিয়ের অনুষ্ঠান রেখে সালামের বাসায় এসেছিল অনৈতিক কর্মকান্ড করতে। তাকে ছেড়ে দিলে সে আর কোনদিন এমন কর্মকান্ড করবে না বলেও জানায়।