ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 9 November 2022

ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস কনফারেন্স

Link Copied!

ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-ইং উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেছেন ইউএনও বর্ণালী পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক এম এ রাজা, বিটিভির সাংবাদিক সৈয়দ শালিক।

বুধবার (৯ নভেম্বর) সাড়ে ৫টার সময় সদর উপজেলা সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আগামী ১০ নভেম্বর সকাল ৯টা থেকে দিন ব্যাপী সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২০টি ডিজিটাল স্টল অংশগ্রহণ করবে।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়