ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২-ইং উপলক্ষে হবিগঞ্জ সদর উপজেলায় সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেছেন ইউএনও বর্ণালী পাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান তাজ উদ্দিন তাজ, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সহ-সম্পাদক এম এ রাজা, বিটিভির সাংবাদিক সৈয়দ শালিক।
বুধবার (৯ নভেম্বর) সাড়ে ৫টার সময় সদর উপজেলা সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। আগামী ১০ নভেম্বর সকাল ৯টা থেকে দিন ব্যাপী সদর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২০টি ডিজিটাল স্টল অংশগ্রহণ করবে।