‘‘হবিগঞ্জে ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ পরিচয়ে চলছে অ্যানেসথেসিয়া’’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর ডিগ্রিহীন অভিযুক্ত ডাক্তারদের সতর্ক করেছে স্বাস্থ্য বিভাগ। সোমবার (৪ফেব্রুয়ারি) বিষয়টি দৈনিক আমার হবিগঞ্জ’কে নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগের একটি সংশ্লিষ্ট সুত্র।
জানা যায়, যথাযথ সনদ ও প্রশিক্ষণ না থাকলেও দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরে বিশেষজ্ঞ পরিচয়ে এনেসথেসিয়া (সংবেদনহীনতা) প্রদান করে আসছিলেন কয়েকজন চিকিৎসক। অদক্ষ এসব এনেসথেসিওলজিষ্টসদের অপচিকিৎসার শিকার হয়ে প্রতিনিয়িতই প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ।
কোন কোন ক্ষেত্রে ঘটছে আবার প্রাণহানির মত ঘটনাও। এদিকে, বিষয়গুলো নিয়ে দৈনিক আমার হবিগঞ্জ’ পত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশ হলে অভিযুক্ত কথিত অ্যানেসথেসিওলজিস্ট দেলোয়ার হোসেন চৌধুরী, ওয়াহিদুন্নবী, আবুল বরকতসহ আরও কয়েকজন ডাক্তারদের এনেসথেসিয়া (সংবেদনহীনতা) প্রদান করতে নিষেধ করা হয়।
সুত্র জানায়, সাধারণত অস্ত্রোপচার করার জন্য অ্যানেসথেসিয়া করার প্রয়োজন হয়। রোগীর অন্য কোনো রোগ আছে কি না, রক্তচাপ, হাইপারটেনশন বা তার কোনো কার্ডিয়াক সমস্যা আছে কি না এসব কিছু পরীক্ষা করার পর অ্যানেসথেসিয়া করতে হয়। সঠিক পরীক্ষা না করে অজ্ঞান করার ওষুধ প্রয়োগ করলে এতে পরে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। বিষয়গুলো প্রি-অ্যানেসথেটিক চেকআপ করে সিদ্ধান্ত নিয়ে থাকেন একজন প্রশিক্ষিত এনেস্থেসিওলজিস্ট। এ বিষয়ে বিশেষজ্ঞ হতে গ্রহন করতে হবে এফসিপিএস, ডিপ্লোমা, এমডি’র মত উচ্চতর ডিগ্রিগুলো।