জাবেদুর রহমান, নবীগঞ্জ : হবিগঞ্জের ডেপুটি এডুকেশন অফিসার মোহাম্মদ রুহুল্লার নির্দেশনা অনুযায়ী নবীগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান পাঞ্জারাই জিকে’ওয়াই’আই দাখিল মাদ্রাসায় একটি বৃক্ষরোপণও করা হয়নি মর্মে অভিযোগ উঠেছে।
গত ১০ জুলাই হবিগঞ্জের ডেপুটি এডুকেশন অফিসার মোহাম্মদ রুহুল্লা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের দৃষ্টি আকর্ষণ করে স্ব স্ব প্রতিষ্ঠানের আঙিনায় গাছ (ফলজ ও ঔষধি) ১৬ জুলাই ২০২০ খ্রীস্টাব্দ’র মধ্যে রোপন নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়।
সেই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিস থেকে ২০২০ সালের বৃক্ষরোপণের তালিকা প্রকাশ করে এবং ১৫ জুলাই এর মধ্যে উপজেলা কৃষি অফিস থেকে চারাগাছ সংগ্রহ করার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু ৪’দিন পার হয়ে গেলেও পাঞ্জারাই জিকে ওয়াই আই দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়নি।
নোটিশ অনুযারী জানা যায়, উক্ত মাদ্রাসায় বৃক্ষরোপণ করার জন্য ৫০’টি চারা গাছ দেওয়া হয়েছে। কিন্তু ৫০’টি চারা গাছের মধ্যে একটি চারা গাছও মাদ্রাসার প্রাঙ্গণে বৃক্ষরোপণ না করায়। স্থানীয়দের মধ্যে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
কেন মাদ্রাসায় বৃক্ষরোপণ করা হয়নি, সে বিষয়ে উক্ত মাদ্রাসার সুপার এবি এম মোকলেছুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, গত বৃহস্পতিবার মাদ্রাসার দপ্তর সুয়েব আহমেদ-কে উপজেলা কৃষি অফিসে চারাগাছ আনার জন্য পাঠান কিন্তু সুয়েব কৃষি অফিস গেলে উপজেলা কৃষি অফিস তাকে চারাগাছ আসেনি বলে জানায়। তাই, সুয়েব চারাগাছ না নিয়েই ফিরে আসে।
এরপর উপজেলা কৃষি উপ-সহকারী অফিসার অজিত রঞ্জন দাশ’কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা ১৫ তারিখ ও ১৬ তারিখ চারা গাছ বিতরণ করেছি এবং অনেকেই চারাগাছ নিয়ে গেছেন।
এই বিষয়ে আবার মাদ্রাসার দপ্তর সুয়েব-কে মুঠোফোনে যোগাযোগ করলে, সুয়েব জানায় আমাকে সুপার সাহেব বৃহস্পতিবারে চারাগাছ আনার জন্য পাঠাননি। তাই, আমি উপজেলা কৃষি অফিসে চারাগাছ আনার জন্য যাইনি।
এ বিষয়ে স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসার সুপার মোকলেছুর রহমান পূর্বে অনেক দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাছাড়া, একজন প্রাক্তন ছাত্র (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) জানান, উনার বিরুদ্ধে পূর্বে অনেক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি ঘুষ নিয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ ও উঠেছিল।