ডাঃ শামীমা আক্তারের অপচিকিৎসার শিকার হয়ে একের পর এক প্রাণ হারাচ্ছেন প্রসূতিরা। বেমালুম সিজার বাণিজ্যে ডাক্তারের অসচেতনতায় সিজারের সময় জরায়ু কর্তন এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে অনেকের। দৈনিক আমার হবিগঞ্জের অনুসন্ধানে জানা গেছে এমনই দুই প্রসূতির মৃত্যুর তথ্য। জানা যায়, গর্ভকালীন চেকআপ করাতে গত ৩১ মার্চ হবিগঞ্জ শহরের সূর্যমূখী জেনারেল হাসপাতালে যান সূভী আক্তার সাথী নামে এক প্রসূতি।
এ সময় গর্ভের বাচ্চার অবস্থা আশঙ্কাজনক বলে তাদের জানায় সূর্যমূখী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত সিজার না করলে বাচ্চা এবং মা’দুজনই মারা যেতে পারেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের কথায় বাধ্য হয়েই ১৭ হাজার ৫০০ টাকায় সিজারে সম্মতি দেন দিনমুজুর রিপন। ১১ এপ্রিল রাত ১০টায় ডাঃ শামীমা আক্তারের মাধ্যমে সিজারে পুত্র সন্তানের জন্ম দেন সূভী আক্তার সাথী। ভুক্তভোগীরা জানান, সিজারের সময় প্রসূতির জরায়ু কর্তন করে ফেলেন ডাঃ শামীমা আক্তার। এতে রাতভর অতিরিক্ত রক্তরক্ষণ হয় সূভী আক্তার সাথীর।
বিষয়টি পুরোপুরি গোপন রাখার সাথে সাথে কোন ধরনের তদারকি করেনি সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষ। রক্তক্ষরণের বিষয়টি বার বার সূর্যমূখী হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ডাক্তারকে জানালেও এতে কর্ণপাত করেননি তারা। এমনই অভিযোগ ভুক্তভোগী পরিবারের। পরদিন ভোর ৪টায় মৃত্যু হয় ওই নারীর। নিহত সুরভী আক্তার সাথী বাহুবল উপজেলার পুটিজুড়ী ইউনিয়নের চক সুখপুর গ্রামের দিনমুজুর রিপন মিয়ার স্ত্রী।
এর আগে হবিগঞ্জ শহরের সেন্টাল হসপিটালে একই ভাবে ডাঃ শামীমা আক্তারের অপচিকিৎসার শিকার হয়ে রীণা আক্তার (২৫) নামে আরেক প্রসূতির মৃত্যু হয়। রীণা শায়েস্তাগঞ্জ উপজেলার সাবাসপুর এলাকার ওয়ার্কসপ শ্রমিক জসিম মিয়ার স্ত্রী।
জরায়ু কর্তন ও অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির মৃত্যুর বিষয়ে সত্যতা জানতে ডাঃ শামীমা আক্তারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কল রিসিভ করেননি। পরে দৈনিক আমার হবিগঞ্জের সাংবাদিক পরিচয়ে টেক্সট মেসেজ দেয়া হয়।