শায়েস্তাগঞ্জে আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামি ফজলুল হককে শুক্রবার (২৯ এপ্রিল) কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত । গত বছরের ১৮ ডিসেম্বর সৌদি প্রবাসী রিমা আক্তারের দায়ের করা ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ফজলুল হককে বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ডাকাতি মামলার অভিযুক্ত ফজলুল হক সদর উপজেলার চরহামুয়া গ্রামের মৃত আব্দুল শহীদ এর ছেলে। মামলা সূত্রে জানা যায় , উপরে বর্ণিত উল্লেখিত রাতে ফজলুল হকসহ অজ্ঞাত নামা আসামীরা প্রবাসী মহিলার স্বামীর অনুপস্থিতিতে ডাকাতির উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করে । তার স্বামী পেশায় রংমিস্ত্রি প্রায়ই বিভিন্ন জায়গায় রাত্রিযাপন করেন ঘটনার দিনও সিলেটে ছিল ।
ওই দিন রাত্রিকালীন খাবার শেষে ঘুমিয়ে ছিল পরে রাত অনুমান ২টার সময় ফজলুল হকসহ তার সহযোগীরা বারান্দার গ্রীলের তালা কেটে ঘরে প্রবেশ করে তখন ডাকাতদের ফিস ফিস শব্দে প্রবাসী মহিলার ঘুম ভেঙে যায় তখন সে দেখতে পারে, মুখোশ পরিহিত ৪ জন ডাকাত ঘরে বিভিন্ন জিনিস যেমন মূল কাপড় চোপড় বিছানায় থাকা হাওয়াই মোবাইল সেট যাহার মূল্য অনু ১৩,০০০ / – টাকা , আরজি বর্নিত আসামীর প্যান্টের পকেটে ভরা শুরু করে । তখন ওই মহিলা চিৎকার দিতে চাহিলে ফজলুল হক তার গলায় ধারালো ছুরি ধরে বলে চিৎকার দিলে প্রাণে হত্যা করার হুমকি দেয়।। পরের ঘরে থাকা তার স্বামীর ৫০ হাজার,৫শত টাকা নিয়া যায় ।
এই সময় অজ্ঞাত নামা একজন আসামী তাকে অস্ত্রের মুখে ভয় দেখাইয়া তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন লকেট সহ ছিনাইয়া নেয় । অজ্ঞাত নামা আরেকজন আসামী তার হাত হইতে ১ টি আট আনা ওজনের জোর পূর্বক ছিনিয়ে নিয়া যায় । যাওয়ার সময় ডাকাতরা তার ঘরে থাকা স্বামীর ব্যবহৃত ১ টি মোটর সাইকেল জোর পূর্বক নিতে চাইলে ঘর থেকে বারান্দায় নেওয়া মাত্র পাশে ঘরের বাসিন্দারা চিৎকার করিলে তাদের উপর আঘাত করে মোটর সাইকেল নিয়ে চলে যায়।