ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফিয়াত জান্নাত রুবাব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 2 March 2023
আজকের সর্বশেষ সবখবর

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাফিয়াত জান্নাত রুবাব

Link Copied!

প্রাথমিক বৃত্তি পরীক্ষা- ২০২৩ এর ফলাফলে সৈয়দা সাফিয়াত জান্নাত রুবাব ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে হবিগঞ্জ সদর উপজেলার কটিয়াদি বাজারের দি রাইজিং স্টার কেজি এন্ড হাই স্কুল থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

সৈয়দা সাফিয়াত জান্নাত রুবাব রাধানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্তণ শিক্ষক মরহুম সৈয়দ তৌফিক উদ্দিনের নাতনি ও আউশপাড়া গ্রামের সমাজ সেবক সৈয়দ সেলিমের কন্যা। তার এই সাফল্যের জন্য অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।