কেমিনুর তালুকদার, সদর প্রতিনিধি।। হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম টিসিবির পণ্য বিপনন ও ত্রাণ বিতরণের স্থানসমূহে সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে সবাইকে আহবান জানান। আজ শহরে শহরের কোর্ট স্টেশন পয়েন্টে টিসিবির পণ্য বিপনন এর খোঁজ নিতে গিয়ে এমন আহবান জানান।
শহরের কোর্ট স্টেশন পয়েন্টে বিকাল ৩ টা থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়। টিসিবির পণ্য নিতে আসা লোকদের মাঝে প্রথমে ব্যাপক অনিয়ম ও ভিড় দেখা দেয়। তারা কোনও দূরত্ব না রেখে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ছিল। তারপর সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোতাচ্ছিরুল ইসলাম সবাইকে (কোভিড ১৯)করোনাভাইরাস এর ভয়াবহতা এবং সামাজিক দূরত্ব, সচেতনতার গুরুত্ব বুঝিয়ে নিজে প্রশাসনের সহায়তায় সবাইকে ৩ ফুট দূরত্বে সুশৃঙখল লাইনে দাড় করান। একই সাথে তিনি টিসিবির পণ্য বিক্রয়কারী এজেন্ট এর সাথে কথা বলেন এবং পণ্য বিক্রয়ের খোঁজখবর নেন।