হবিগঞ্জ-বানিয়াচংসড়কের ঝুঁকিপূর্ণ রত্না ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মাল বোঝাই যানবাহন চলছেই। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সরেজমিন একের পর এক অতিরিক্ত পন্য ভর্তি বড় বড় ট্রাক এ ব্রীজের উপর দিয়ে চলাচল করতে দেখা গেছে। সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে ১০ টনের অধিক মাল বোঝাই গাড়ি এ ব্রীজের উপর দিয়ে চলাচল নিষিদ্ধ করলে অনেকেই মানছেনা এ নিষেধাজ্ঞা।
ফলে ব্রীজ ধ্বসে পড়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে। দিনের বেলা গণহারে এধরণের বড় বড় মাল বোঝাই ট্রাক চলাচল করায় এ সড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টিও হয়।
যাত্রী পরিবহনকারী যানবাহনগুলোকে সমস্যার সম্মুখীন হওয়াসহ যাত্রীদেরকে দুর্ভোগ পোহাতে হয়। হবিগঞ্জ-বানিয়াচং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা দূরীকরণে ঝুঁকিপূর্ণ রত্না ব্রীজের উপর দিয়ে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন যাত্রীসাধারণ।
এছাড়া যানজটসহ যাত্রীদের দুর্ভোগ হ্রাসে দিনের বেলা হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মাল বোঝাই ট্রাক ও ট্রলি চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
সড়কের উমেদনগর শিল্প এলাকায় দিনের বেলা ট্রাক আটকিয়ে মাল উঠানামা করার ফলে ওই অংশে যানজট নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে জানিয়ে যাত্রীরা এখানে রাতের বেলা পন্য উঠানামা করার নিয়ম চালু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।