জয়নাল মিয়ার পাশে এমপি মিলাদ গাজী : আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 2 May 2020
আজকের সর্বশেষ সবখবর

জয়নাল মিয়ার পাশে এমপি মিলাদ গাজী : আমার হবিগঞ্জে সংবাদ প্রকাশের পর

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে:   শুক্রবার (১মে) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকায় “প্রধানমন্ত্রীর দেখা চান বাংলাদেশের দ্বিতীয় উচ্চ মানব জয়নাল মিয়া” নামে একটি সংবাদ প্রচার করা হয়। নবীগঞ্জ উপজেলার আউসকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের বাসিন্দা জয়নাল মিয়া। অস্বচ্ছল পরিবারে জন্ম নেওয়া জয়নাল মিয়ার দুঃখ দূর্দশায় অতিবাহিত হওয়া জীবন নিয়ে হতাশ ছিলেন তিনি।

ছবি : এমপি মিলাদ গাজীর নির্দেশে জয়নাল মিয়ার বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়।

তাই উক্ত সংবাদ প্রচার করার পর পরই রাতে শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি মহোদয়ের পক্ষ থেকে কিছু নগদ অর্থ ও খাদ্যদ্রব্য সহযোগীতা পাঠিয়েছন উনার পিএ ও গানম্যান এর মাধ্যমে। এবং আশ্বাস দিয়েছেন সময় স্বল্পতার কারনে তিনি যেতে পারেন নি তবে খুব শীঘ্রই জয়নাল মিয়ার সাথে দেখা করবেন তিনি। উক্ত সহযোগিতা ও দেখা করার আশ্বাস পেয়ে খুবই আনন্দিত জয়নাল মিয়া।