জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিশু দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 March 2021
আজকের সর্বশেষ সবখবর

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিশু দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন

Link Copied!

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

 

ছবি : জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

 

বুধবার (১৭মার্চ) ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক, হবিগঞ্জ সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ হেলাল উদ্দিন প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, বাঙালি জাতির সৌভাগ্য যে তারা মুক্তির মহানায়কের ১০১তম জন্মদিন উদযাপনের সুযোগ পেয়েছেন। তারা তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ধারণ করে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানান।