প্রেস বিজ্ঞপ্তি ।। ২১ জুন ২০২০ রবিবার করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার উদ্যোগে হবিগঞ্জ শহরের জনবহুল ও ব্যস্ততম এলাকা চৌধুরী বাজার, ডাকঘর এলাকা, বানিজ্যিক এলাকা, পুরানো মুন্সেফী রোড, আরডি হল, কালীবাড়ি এবং টাউন হল রোডে করোনাকালীন স্বাস্থ্যবিধি মানা ও যথাযথভাবে মাস্ক ব্যবহার করার জন্য পিকেটিং করা হয়। এছাড়া পথচারীদের মাঝে সচেতনতামূলক তথ্য উপস্থাপন ও ১০০টি সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়েছে।
এতে অংশ গ্রহণ করেন করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি, হবিগঞ্জ জেলার সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক অপু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র সদস্য ডাঃ নন্দদেব রায় নানু, জেলা কমিটির সদস্য ও সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিনহাদ আহমেদ চৌধুরী, সচেতন নাগরিক কমিটির জেলা মিডিয়া সেলের প্রধান জিএম ফয়সল খান।