জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 28 February 2023

জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Link Copied!

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা সোমবার (২৭ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হাসানুল ইসলামের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ সম্পা জাহানের সঞ্চালনায় সভায় বিচারকবৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন মোঃ নরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, স্পেসাল পিপি এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, জিপি এডভোকেট আফিল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ হাসানুল ইসলামের হবিগঞ্জে যোগদানের এক বছর পূর্তিতে লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

উপজেলার সংবাদ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়