রায়হান উদ্দিন সুমন : হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের উদ্যোগে হবিগঞ্জ শহরের কালিগাছ তলা এলাকায় অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ছবি : হবিগঞ্জে এক অসহায় মহিলার হাতে খাদ্য সামগ্রী তোলে দিচ্ছেন আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির এমপি। পাশে রয়েছেন যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা এগারটায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির। এ সময় বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।