পথযাত্রার নামে বিএনপি -জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছেন জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মাছুলিয়াা বাজারে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম এ সময় বলেন- দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দেশবিরোধী বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে চলেছে। এরই ধারাবাহিকতায় তারা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে তান্ডব চালাচ্ছে ও পুলিশের ওপর হামলা করছে। যুবলীগের সব নেতাকর্মীরা তাদের এই কর্মকান্ডকে রাজপথেই প্রতিহত করবে।
এসময় তিনি আরো বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়নের সময় দেশ বিরোধী এসব অপশক্তি দেশের শান্ত পরিস্থিতি অশান্ত করে তুলছে। তাদের কোন ছাড় নেই। এসব অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো এটাই আমাদের লক্ষ্য।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে যুবলীগের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।